
আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানের এবার বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কার হয়েছে। দেশেটির উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় মিলেছে এই স্বর্ণের খনির। আবিষ্কৃত এ সোনার আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন (৬৩ হাজার ৬০০ কোটি) মার্কিন ডলার, দেশটির অর্থনীতির জন্য এক গেমচেঞ্জার হতে পারে।
গত সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর এ আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
তিনি বলেন, স্বর্ণের এ মজুদ এ সম্পদ দিয়ে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব। বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে।
হানিফ গোহর আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ের অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি খনন কোম্পানি সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও সরকারে অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল্যবান এই হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা রেকর্ড বৈদেশিক ঋণ, চরম মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে। এছাড়াও কর্ম সংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যত প্রজন্ম।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন






















