প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনও বাড়িতে ছোড়া হচ্ছে গুলি আবার কখনও আসছে উড়ো চিঠি। শনির দশা যেন কাটছেই না ভাইজানের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর ধরেই রাজস্থানের আদালতে চক্কর কাটতে হয়েছে তাঁকে। এবার রাজস্থানের নতুন মামলায় আইনি জটে সালমান।
অভিনেতার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি। তিনি আদালাতে নামী পানমশালার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি দায়ের করেছেন। ইন্দর মোহন দাবি করেছেন, পানমশলা উৎপাদনকারী সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমশলায় কেশর দেওয়া আছে বলে সালমান যে প্রচার করছেন তা মিথ্যা। এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।

অভিযোগের নথিতে তিনি উল্লেখ করেছেন, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ রুপি। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা আদালত সালমান এবং পানমশলা উৎপাদনকারী সংস্থার কাছ থেকে জাবাব চেয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রাণ বাঁচাতে সালমানকে ক্ষমা চাওয়ার পরামর্শ এমপির
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতার অভিযোগের প্রেক্ষিতে আদলতের জেরার মুখে পড়তে হতে পারে বলিউড ভাইজানকে!