
আইরিশদের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট নেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সিলেটে প্রথম ইনিংসে আইরিশদের করা ২৮৬ রানের জবাবে ৫৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৩০১ রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। এখনো ২১৫ রানে পিছিয়ে তারা। তার আগে বাকি ৫ উইকেট তুলে নিতে পারলেই ইনিংস ব্যবধানে জয় পাবে নাজমুল হোসেন শান্তর দল।
আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই নাহিদ রানার বলে বোল্ট হন আয়ারল্যান্ডের কেড কারমাইকেল। দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। ৬১ রানের মাথায় দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন স্টার্লিং (৪৩)। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশ ইনিংস। একে একে ফিরে যান টেক্টর, কার্টিস ক্যাম্ফার ও লোরকান টাকার। হাসান মুরাদ ২টি এবং নাহিদ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন। রান আউট হন স্টার্লিং।
এর আগে, ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই ব্যারি ম্যাকার্থির বলে আউট হন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক টাকারকে ক্যাচ দেওয়া এই ওপেনার ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এক ওভার পরেই একই বোলারের বলে মাঠ ছাড়েন গতকালের আরেক সেট ব্যাটার মুমিনুল হক। এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার ১৩২ বলে ৫টি চার ও টি ছক্কায় ৮২ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ২৭২ বলে ১৭৩ রান করেন।
এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৩ রানে ম্যাথিউ হামফ্রেসের বলে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ১০৭ বলে ৯৮ রান তোলেন। যেখানে হামফ্রেসেরে বলে ৬০ রান করে আউট হন লিটন দাস। তিনি ৬৬টি বলে ৮টি চার ও একটি ছক্কায় তার ইনিংস গড়েন। হামফ্রেসের চতুর্থ শিকার হয়ে ১৭ রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ১১৪ বলে ১৪টি চারে নিজের ইনিংস সাজান। ৫ উইকেট পাওয়া হামফ্রেস নিজের শেষ শিকারে পরিণত করেন হাসান মুরাদকে। মুরাদ ১৬ রান করেন। ১৩ রানে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।


























