১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জাতীয় ঈদগাহের সামনে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

  • আপডেট সময়: ০৩:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 2

আশরাফুল হক


রাজধানীতে জাতীয় ঈদগাহের পাশে ড্রামে রাখা খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, তারা মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছেন। তবে কে বা কারা এ মরদেহের অংশগুলো ফেলে রেখে গেছে তা তদন্ত করছেন।

বিকাল সাড়ে ৫টার দিকে হাইকোর্টের দক্ষিণ পাশে থাকা পানির পাম্প সংলগ্ন সামনের সড়কের ফুটপাতের নিচে একটি ড্রাম ফেলে যান কয়েকজন ব্যক্তি। পরে সেটি খুলে দেখা যায়, এক ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ। তবে শরীরের বাকি অংশগুলো উদ্ধার হয়নি।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

জাতীয় ঈদগাহের সামনে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

আপডেট সময়: ০৩:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

আশরাফুল হক


রাজধানীতে জাতীয় ঈদগাহের পাশে ড্রামে রাখা খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, তারা মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছেন। তবে কে বা কারা এ মরদেহের অংশগুলো ফেলে রেখে গেছে তা তদন্ত করছেন।

বিকাল সাড়ে ৫টার দিকে হাইকোর্টের দক্ষিণ পাশে থাকা পানির পাম্প সংলগ্ন সামনের সড়কের ফুটপাতের নিচে একটি ড্রাম ফেলে যান কয়েকজন ব্যক্তি। পরে সেটি খুলে দেখা যায়, এক ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ। তবে শরীরের বাকি অংশগুলো উদ্ধার হয়নি।