
আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা এবং এল সালভাদরসহ ল্যাতিন আমেরিকার চার দেশ থেকে পণ্য আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এই চারটি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রে কফি, কলা এবং অন্যান্য খাদ্যদ্রব্যের দাম কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তা আরও বলেন, চারটি দেশের বেশিরভাগের সঙ্গে চুক্তির কাঠামো আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে এবং বছরের শেষের আগে আরও কয়েকটি দেশের সঙ্গেও চুক্তি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এরআগে বুধবার মার্কিন অর্থ মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আগামী দিনে কিছু উল্লেখযোগ্য চুক্তি ঘোষণার পরিকল্পনা করছে, যার ফলে কফি, কলা এবং অন্যান্য ফলের দাম কমবে, যা ট্রাম্প প্রশাসনের আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ।
এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গরুর মাংস এবং সাইট্রাসের মতো আমদানিকৃত খাদ্যপণ্যের দাম কমাতে আরও শুল্ক ছাড়ের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
যদিও হোয়াইট হাউসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
প্রতিবেদনে আরও বলা হয়, অন্যান্য মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বেশ গঠনমূলক আলোচনা করছেন মার্কিন কর্মকর্তারা এবং ডিসেম্বরের মধ্যে আরও বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারেন।
প্রসঙ্গত, গত এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গত আগস্ট থেকে কার্যকর হয়। ৯০টিরও বেশি দেশের ওপর প্রভাব তার এই শুল্ক নীতি।
সূত্র: রয়টার্স

























