০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

সিঙ্গাপুরগামী তেলের ট্যাংকার আটক করল ইরান

  • আপডেট সময়: ০২:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 43

সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান।

শুক্রবার (১৪ নভেম্বর) সামুদ্রিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘তালারা’ নামে জাহাজটি আটক করে ইরানের জলসীমায় নিয়ে গেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে উচ্চ সালফারযুক্ত গ্যাসোলিন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল জাহাজটি।

জাহাজটির ব্যবস্থাপক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট পক্ষ- সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং জাহাজের মালিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা— ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটি সাইপ্রাস-ভিত্তিক পাশা ফাইন্যান্সের মালিকানাধীন। সমুদ্রে ট্যাংকারটিকে আটক করে ইরানের উপকূলের দিকে নিয়ে গেছে আইআরজিসি।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এছাড়াও ইরানের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সামুদ্রিক টহল জোরদার করেছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট।

এরআগে গত ১০ আগস্ট পারস্য উপসাগরে চোরাচালানের অভিযোগে ২০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাংকার ও ট্যাঙ্কারের ১৭ নাবিককে আটক করে ইরান। তার আগে ১৬ জুলাই ওমান সাগরে চোরাচালানের অভিযোগে ২০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাংকার জাহাজ আটক করে ইরান। এছাড়াও গত এপ্রিল মাসে শুরুতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ ইউনিট প্রায় ১ লাখ লিটার চোরাই তেল বহনকারী একটি ট্যাঙ্কার ও এর ছয় ক্রুকে আটক করে। একই মাসে পৃথক অভিযানে ৩০ লাখ লিটারেরও বেশি ডিজেল পরিবহনকারী দুটি ট্যাঙ্কার আটক করে বুশেহর বন্দরে নিয়ে যায় আইআরজিসি।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

সিঙ্গাপুরগামী তেলের ট্যাংকার আটক করল ইরান

আপডেট সময়: ০২:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান।

শুক্রবার (১৪ নভেম্বর) সামুদ্রিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘তালারা’ নামে জাহাজটি আটক করে ইরানের জলসীমায় নিয়ে গেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে উচ্চ সালফারযুক্ত গ্যাসোলিন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল জাহাজটি।

জাহাজটির ব্যবস্থাপক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট পক্ষ- সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং জাহাজের মালিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা— ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটি সাইপ্রাস-ভিত্তিক পাশা ফাইন্যান্সের মালিকানাধীন। সমুদ্রে ট্যাংকারটিকে আটক করে ইরানের উপকূলের দিকে নিয়ে গেছে আইআরজিসি।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এছাড়াও ইরানের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সামুদ্রিক টহল জোরদার করেছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট।

এরআগে গত ১০ আগস্ট পারস্য উপসাগরে চোরাচালানের অভিযোগে ২০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাংকার ও ট্যাঙ্কারের ১৭ নাবিককে আটক করে ইরান। তার আগে ১৬ জুলাই ওমান সাগরে চোরাচালানের অভিযোগে ২০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাংকার জাহাজ আটক করে ইরান। এছাড়াও গত এপ্রিল মাসে শুরুতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ ইউনিট প্রায় ১ লাখ লিটার চোরাই তেল বহনকারী একটি ট্যাঙ্কার ও এর ছয় ক্রুকে আটক করে। একই মাসে পৃথক অভিযানে ৩০ লাখ লিটারেরও বেশি ডিজেল পরিবহনকারী দুটি ট্যাঙ্কার আটক করে বুশেহর বন্দরে নিয়ে যায় আইআরজিসি।