
ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিয়ন্ত্রণ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে জানানো হয়েছে তার কার্যালয় থেকে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বার্তায় এই কথা বলা হয়।
বার্তায় বলা হয়, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, গতকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুইজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি।
প্রেস উইং থেকে বলা হয়, জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তাঁর পুরো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়।

























