০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

উত্তরায় সমাহিত হলেন ‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন 

  • আপডেট সময়: ০২:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • 68

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে উত্তরার একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে।

আজ শনিবার সকালে সুমনের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তাকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর ৮ নম্বর রোডের কবরস্থানে সমাহিত করা হয়। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গায়কের ঘনিষ্ঠ ছোটভাই নাদিম।

গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জেনস সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

‘একটা চাদর হবে’-ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে এই গান গেয়ে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। এর আগে-পরে বেশকিছু মিশ্র অ্যালবামে গেয়েছিলেন তিনি। মাঝে এক যুগের বিরতি। এরপর আবার ব্যস্ত হয়ে যান।

চলতি বছর থেকে গানে সরব ছিলেন এই সংগীতশিল্পী। সর্বশেষ সমুনের ‘আমি চাইব না’ শিরোনামের গান প্রকাশিত হয়। সেসময় জানিয়েছিলেন, আরও নতুন কিছু গান আসছে। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় এই শিল্পী।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

উত্তরায় সমাহিত হলেন ‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন 

আপডেট সময়: ০২:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে উত্তরার একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে।

আজ শনিবার সকালে সুমনের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তাকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর ৮ নম্বর রোডের কবরস্থানে সমাহিত করা হয়। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গায়কের ঘনিষ্ঠ ছোটভাই নাদিম।

গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জেনস সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

‘একটা চাদর হবে’-ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে এই গান গেয়ে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। এর আগে-পরে বেশকিছু মিশ্র অ্যালবামে গেয়েছিলেন তিনি। মাঝে এক যুগের বিরতি। এরপর আবার ব্যস্ত হয়ে যান।

চলতি বছর থেকে গানে সরব ছিলেন এই সংগীতশিল্পী। সর্বশেষ সমুনের ‘আমি চাইব না’ শিরোনামের গান প্রকাশিত হয়। সেসময় জানিয়েছিলেন, আরও নতুন কিছু গান আসছে। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় এই শিল্পী।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’।