
শীত শুরু হলেও এডিস মশাবাহিত জ্বর ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটির বাসিন্দা। এ নিয়ে চলতি বছর মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
এই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এই সিটিতে নতুন করে ২৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ১০১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ৪৮ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে দেশের মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২.৪০ শতাংশ এবং নারী ৩৭.৬০ শতাংশ। বিভাগের মধ্যে বরিশালেই সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন, যেখানে ২০ হাজার ৮৬৫ জন চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এই সিটিতে ১৮১ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন এবং বরিশাল বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহে ২৪ জন, খুলনায় ১৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে দুইজনের।
আগের বছরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে মোট ১ লাখ ১১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯। ওই বছর মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২০১৯ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১,৩৫৪ জন এবং মৃত্যুর আনুমানিক সংখ্যা ৩০০। ২০২০ সালে করোনার কারণে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কম হয়েছিল।


























