ছবি: ভিডিও থেকে নেওয়া
‘বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে (হল নম্বর-৪) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। এ আয়োজনের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।
এ ছাড়া সম্মানিত বিচারকমণ্ডলী আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, আফজাল হোসেন ও ধ্রুব এষ উপস্থিত রয়েছেন।
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ৫৮৭১ জন প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজনের মূল থিম ছিল—‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান’।