যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তা মেনে নেওয়া হবে না।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করে আমাদের ওপর কোনো অবাস্তব বা অযৌক্তিক শর্ত আরোপ করে, আমরা তা গ্রহণ করব না।” তিনি আরও বলেন, চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে স্কটল্যান্ড বিশ্বকাপে তাদের জায়গা নিতে পারে- এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা সরকার বা বোর্ড আনুষ্ঠানিকভাবে এখনো জানে না।
আসিফ নজরুল আইসিসির ভেন্যু পাল্টানোর উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’
সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েনের কথা উল্লেখ করে বাংলাদেশ আইসিসিকে জানায়, তারা ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না এবং ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ করে।
বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারতে সফর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো দল সরে দাঁড়ালে তাদের পরিবর্তে কোন দল খেলবে- সে বিষয়ে আইসিসি এখনো স্পষ্ট কিছু জানায়নি।
এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলে বিষয়টি ঘিরে উত্তেজনা আরও বাড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির নিজস্ব ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’-এও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।