ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অন্য দল নেওয়ার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি বজায় রাখে, তাহলে টুর্নামেন্ট থেকে তাদের বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। এ সিদ্ধান্তের পর আইসিসি বোর্ডে ভোটাভুটি হয়, যেখানে বোর্ডের অধিকাংশ সদস্যই বাংলাদেশের পরিবর্তে অন্য দল নেওয়ার পক্ষে মত দেন।
আইসিসি বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে তাদের অবস্থান পুনর্বিবেচনা করে জানাতে। এই সময়ের মধ্যেই বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ শেষ পর্যন্ত সরে না এলে গ্রুপ ‘সি’-তে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও স্কটল্যান্ড ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে তারা টুর্নামেন্টের বাইরে ছিটকে যায়।
এদিকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেটবিশ্ব, যা বিশ্বকাপের সময়সূচি ও গ্রুপ বিন্যাসে বড় প্রভাব ফেলতে পারে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো।
আইসিসির ভার্চুয়াল সভায় আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পিসিবি চেয়ারম্যান, মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও আছেন সভায়। আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।