শাহরুখকে ‘আঙ্কেল’ বলে বেজায় বেকায়দায় তুরস্কের অভিনেত্রী হান্দে এরচেল। লাগাতার কটাক্ষে দিশেহারা হয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন কিং খানকে কাকা বলেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হান্দে বলেছেন, “এই তথ্য সম্পূর্ণ ভুয়া। মোটেই আমি শাহরুখকে কাকা বলে সম্বোধন করিনি।”যদিও মানতে নারাজ শাহরুখ ভক্তরা। সেইসঙ্গে অনেকের প্রশ্ন, তবে কি বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি?

ঘটনার সূত্রপাত দুবাইয়ে। সম্প্রতি জয় অ্যাওয়ার্ডসে যোগ দিতে সেখানে উড়ে যান কিং খান। ওই আসরের মঞ্চে শাহরুখ ছাড়াও ছিলেন মিশরীয় অভিনেত্রী আমিনা খলিল। তাদের দুজনের ছবি তুলতে যখন পাপারাজ্জিদের হুড়োহুড়ি তখন দর্শক সারিতে বসে নিজের ক্যামেরায় মুহূর্তটি বন্দি করতে দেখা যায় হান্দেকে।
সেসব ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বাহু নৃত্য শুরু করেন শাহরুখ অনুরাগীরা। তাদের মন্তব্য ছিল— বিদেশের মাটিতেও শাহরুখের অনুরাগীর সংখ্যা কম না। দর্শকাসনে বসে যিনি ভিডিও করছেন তিনি বাদশাহর একনিষ্ঠ অনুরাগী।

বিষয়টি চোখে পড়তেই মুখ খোলেন হান্দে। তিনি নিজের সোশ্যাল হ্যন্ডেলে জানান, তিনি শাহরুখের ভক্ত না। আমিনা খলিল তার বন্ধু। সেকারণেই মুহূর্তটি নিজের ক্যামেরায় ধারণ করেছেন তিনি।
ওই পোস্টে হান্দে নাকি আরও লেখেন ‘কে এই আঙ্কেলটা?’ এরকম এক স্ক্রিনশট ভাইরাল হয় নেটপাড়ায়। যা দেখে স্থির থাকতে পারেননি শাহরুখের অনুরাগীরা। হান্দেকে ধুয়ে দিতে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে ওই স্ক্রিনশট শেয়ার দিয়ে মুখ খুললেন অভিনেত্রী।