১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময়: ০২:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 11

সারজিস আলম। ফাইল ছবি


পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত একটি নির্বাচনি জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া রিটার্নিং কর্মকর্তার পূর্ব নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়। এটি আচরণবিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও অভিযোগ করা হয়, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই প্রচারণা চালানো হচ্ছে, যা বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময়: ০২:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সারজিস আলম। ফাইল ছবি


পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত একটি নির্বাচনি জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া রিটার্নিং কর্মকর্তার পূর্ব নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়। এটি আচরণবিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও অভিযোগ করা হয়, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই প্রচারণা চালানো হচ্ছে, যা বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।