
সাংবাদিক মার্ক টালি। ছবি: সংগৃহীত
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি মৃত্যুবরণ করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে প্রতিবেদন করেছে বিবিসি হিন্দি।
দীর্ঘদিন বিবিসির ভারত ব্যুরোপ্রধানের দায়িত্ব পালন করেন মার্ক টালি। তিনি বিবিসি থেকে অবসর নেওয়ার পর যুক্ত হোন ফ্রিল্যান্স সাংবাদিকতায়।
১৯৭১ সালে ভারতে বিবিসিতে দায়িত্ব পালনের সময় মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাড়ান এই সাংবাদিক। ওই সময় তিনি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা।
মার্ক টালি বাংলাদেশের সীমান্তবর্তী শরণার্থীশিবির ও বিভিন্ন জেলা ঘুরে মুক্তিযুদ্ধের প্রকৃত দুর্দশার চিত্র আর যুদ্ধের সংবাদ তুলে ধরেন বিবিসিতে।
তার পাঠানো খবরগুলো বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ব্যাপক ভূমিকা রাখে। একারণে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে বাংলাদেশ সরকার।
আরো পড়ুন:
ড. আকবর আলী খান: এক কর্মবীরের জীবনাবসান
মার্ক টালি ব্রিটিশ নাগরিক। তবে তার জন্ম ভারতের কলকাতার টালিগঞ্জে। তার বাবা ভারতে থাকায় শৈশব কাটে কলকাতায়।
নয় বছর বয়সে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ফিরেছিলেন মার্ক টালি। পরে সেখানেই পড়াশোনা করেন। কিন্তু তার পড়াশোনা ভালো লাগতো না।
তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ধর্ম বিষয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু শেষ করতে পারেননি। যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতেও কিন্তু টেকেননি।
পরে ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন মার্ক টালি। এরপরের বছরই তিনি নয়াদিল্লিতে দায়িত্ব পান।
নানা অবদানের কারণে ভারত সরকারও তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে।
মার্ক টালি স্বদেশ ইংল্যান্ড থেকেও ‘নাইটহুড’ খেতাব লাভ করেন।


























