
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহের মধ্যেই। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকে বসেন মহসিন নকভি। বৈঠক শেষে নকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–সংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ বিষয়ে সব সম্ভাব্য বিকল্প খোলা রেখে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৈঠকটিকে তিনি ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান আরও জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বর্জন করবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার।
সম্প্রতি আইসিসি ঘোষণা দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের ভারতের মাটিতে সফর করতে অস্বীকৃতি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নেয় চলতি মাসের শুরুতে। এর আগে ভারতীয় বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। এরপর বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
শেষ পর্যন্ত আইসিসি বিসিবির আবেদন খারিজ করে দিয়ে জানায়, টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।
এই টানাপোড়েনের মধ্যেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। এখন সবার নজর পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা আগামী কয়েক দিনের মধ্যেই জানা যাবে।
























