আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে যে অস্থিরতা চলছে, তা নিয়ে কড়া সমালোচনা করেছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি। তার মতে, ক্রিকেটে অতিরিক্ত রাজনীতি আর আইসিসির দুর্বল নেতৃত্বের কারণেই খেলাটি আজ সঠিক পথ হারাচ্ছে।
টেলিকম এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক বলেন, আইসিসির বর্তমান পরিচালন ব্যবস্থা আর কার্যকর নেই। তিনি মনে করেন, এখনই আইসিসির গভর্ন্যান্স কাঠামো নতুন করে ভাবা দরকার। এহসান মানির ভাষায়, আইসিসির বোর্ডে থাকা অধিকাংশ পরিচালককে স্বাধীন ও নিরপেক্ষ করতে সংবিধান সংশোধন করা জরুরি।
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিসিআই ও আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মানি। তার মতে, আইপিএলে দলভুক্ত করার পর একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা বিসিসিআইয়ের বড় ব্যর্থতা। এ কারণেই বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করাটা স্বাভাবিক।
তবে শুধু ভারত নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। এহসান মানির মতে, ভারত সফর নিয়ে সিদ্ধান্ত বোর্ডের নয়, সরকারের পর্যায় থেকেই আসা উচিত ছিল। বোর্ডের প্রকাশ্যে এই বিষয়ে অবস্থান নেওয়া ঠিক হয়নি।
ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য চালু হওয়া তথাকথিত ‘হাইব্রিড মডেল’-কেও ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন আইসিসির সাবেক এই সভাপতি। তার মতে, আইসিসির উচিত ফিফা বা অলিম্পিকের মতো কঠোর নীতি অনুসরণ করা। অর্থাৎ, আয়োজক দেশ যদি সব দলের নিরাপত্তা ও ভিসা নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের কাছ থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া উচিত- মাঝামাঝি কোনো সমাধান গ্রহণযোগ্য নয়।
সাক্ষাৎকারে প্রয়াত বিসিসিআইয়ের সাবেক সভাপতি ইন্দরজিৎ সিং বিন্দ্রার কথাও স্মরণ করেন এহসান মানি। তিনি বলেন, বিন্দ্রা, জগমোহন ডালমিয়া কিংবা রাজ সিংদের সময় এশিয়ার ক্রিকেট অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল। তারা সাহসের সঙ্গে কথা বলতেন এবং ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করতেন। বর্তমান সময়ে সেই সততা ও দৃঢ় নেতৃত্বের বড় অভাব দেখা যাচ্ছে।