
এ বছর বুকার পুরস্কার জিতলেন ৫১ বছর বয়সি হাঙ্গেরীয়-কানাডীয় লেখক ডেভিড সোলয়। পুরস্কারমূ্ল্য ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬২ লাখ টাকা)।
২০১৬ সালে সোলয়ের একটি গল্পগুচ্ছ বুকারের জন্য মনোনীত হয়েছিল। তবে সেবছর পুরস্কৃত হননি লেখক।
সোলয়ের জন্ম কানাডায়। কিছু দিন ব্রিটেনে বসবাস করার পর এখন তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় থাকেন। এই শিকড়হীনতার বোধ রয়েছে তার লেখা গ্রন্থ ‘ফ্লেশ’-এর পরতে পরতে।
আরও পড়ুন:
দিল্লির হাসপাতাল বোরকা পরা নারীকে ঢুকতে দিল না
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক অভিবাসী তরুণ ইস্তভান। লন্ডনে এসে তার দৈনন্দিন জীবনযাপনের যে সংগ্রাম, তাই লেখক তুলে ধরেছেন উপন্যাসে।
পাঁচ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর, ১৫৩টি উপন্যাসের মধ্যে থেকে ডেভিডের উপন্যাসটি বেছে নিয়েছেন নির্বাচকেরা। বিচারকমণ্ডলীতে ছিলেন বুকারজয়ী আইরিশ লেখক রডি ডয়েল এবং অভিনেত্রী সারা জেসিকা পার্কার।


























