০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টা: তারেক রহমানের ফেরার বিষয়ে সরকার এখনো কিছু জানে না

  • আপডেট সময়: ০১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 47

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। চাওয়া মাত্র ইস্যু করা হবে। তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারকে।’

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

এর আগে গত ৩০ নভেম্বর লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি তখন বলেন, ‘এটাতে একদিন লাগে।

কাজেই এটা উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, আগামীকাল হয়ত আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।’

২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

সিএনএনের প্রতিবেদন: সরকার দুর্বল হলেও ইরানে হামলা অত্যন্ত জটিল

পররাষ্ট্র উপদেষ্টা: তারেক রহমানের ফেরার বিষয়ে সরকার এখনো কিছু জানে না

আপডেট সময়: ০১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। চাওয়া মাত্র ইস্যু করা হবে। তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারকে।’

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

এর আগে গত ৩০ নভেম্বর লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি তখন বলেন, ‘এটাতে একদিন লাগে।

কাজেই এটা উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, আগামীকাল হয়ত আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।’

২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এরপর থেকে তিনি সেখানেই আছেন।