
ঈশ্বরদীতে ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এনবিআরের অভিযান। ছবি: সংগৃহীত
তামাকজাত পণ্যে অবৈধ উৎপাদন ও জাল ব্যান্ডরোল ব্যবহার প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ অভিযানে একটি সিগারেট কোম্পানির প্রায় নয় কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে। এনবিআরের ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীতে অবস্থিত ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোয়েন্দা দলের পর্যবেক্ষণে দেখা যায়—প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন নিলেও আনুষ্ঠানিক উৎপাদন দেখানো ছাড়া দীর্ঘদিন ধরে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। ফলে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়।

ঈশ্বরদীতে ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এনবিআরের অভিযান। ছবি: সংগৃহীত
জাল ব্যান্ডরোলযুক্ত ৬ লাখ ৩৪ হাজার সিগারেট:
অভিযান শেষে উদ্ধার করা হয়— ছয় লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট (বাজারমূল্য ৩৮ লাখ টাকার বেশি), যার বিপরীতে প্রায় ২৯ লাখ টাকার রাজস্ব ফাঁকি; ১০ লাখ ২৯ হাজার পিস অব্যবহৃত জাল ব্যান্ডরোল/স্ট্যাম্প, যা ব্যবহার হলে আরও সাড়ে আট কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হতো। এছাড়া প্রতিষ্ঠানটি তিন লাখ ২২ হাজার ৫০০ পিস বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও তা ব্যবহার না করে জাল ব্যান্ডরোল দিয়ে উৎপাদন চালায়।
আইনি প্রক্রিয়া:
এনবিআর জানিয়েছে—জব্দকৃত সিগারেট, জাল ব্যান্ডরোল এবং উৎপাদন উপকরণ আইনগতভাবে জব্দ করা হয়েছে। উদ্ধার করা নথির ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
তামাকজাত পণ্যে অবৈধ উৎপাদন, জাল ব্যান্ডরোল ব্যবহার ও রাজস্ব ফাঁকি রোধে ভবিষ্যতে আরও কঠোর, নিয়মিত ও সুসমন্বিত অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে এনবিআর।



























