
বুধবার সন্ধ্যেয় (১৪ জানুয়ারি, ২০২৬) কথাশিল্পী হাসান জাহিদ তাঁর প্রকাশিত উপন্যাস ‘ভাইরাস অর্নিথোকেইরাস’-এর জন্য পুরস্কার ও ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস, ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইসিএএলডিআরসি)-এর ফেলোশিপ পেয়েছেন।
অক্ষরবৃত্ত প্রকাশন হাসান জাহিদের এই উপন্যাসটি প্রকাশ করে ২০২৪ সালের অমর একুশে বইমেলায়।
এই পুরস্কার ও ফেলোশিপ আয়োজন করে ঢাবি’র লিংগুইস্টিকস ইউনিট। পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাবি’র আর সি মজুমদার অডিটোরিয়ামে।

দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস পুরস্কার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নসর ইউ আহমেদ প্রো ভাইস চ্যান্সেলর, নর্থসাউথ ইউনিভার্সিটি ও জনাব চৌধুরী জাফরুল্লাহ শরাফত, ভাইস চেয়ারম্যান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিজ লিউ ওয়েনলি, চায়নিজ ল্যাংগুয়েজ ফ্যাকাল্টি, স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর লুৎফর রহমান জয়, সেক্রেটারি জেনারেল, আইসিএএলডিআরসি ও চেয়ারম্যান, বঙ্গনিউজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, ডাইরেক্টর জেনারেল, ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ইন্সটিটিউট।
উল্লেখ্য যে, সমাজের সর্বস্তরে সৃষ্টিশীল কাজে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়, যাতে সাহিত্য, ভাষা, সংগীত, শিল্পকলা, সমাজসেবা প্রভৃতি ছাড়াও রয়েছে কৃষিকাজে সৃষ্টিশীলতার পুরস্কার।


























