
আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে এই ফটোকার্ড পোস্ট করেন তিনি।
শেয়র করা ফটোকার্ডে বলা হয়, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।’
আরো পড়ুন: ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা
গণভোটের লোগো দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনে সরকারের নির্দেশনা
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে গত ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এদিকে, অন্য উপদেষ্টা ও সরকার সংশ্লিষ্টরাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন।
প্রেস উইং বলছে, ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

























