
সংগৃহীত ছবি
স্টারলিংকের মতো তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
তিনি বলেন, ইরানজুড়ে বিক্ষুব্ধ মানুষকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে হয়েছে সহিংসতা। এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে এ আলোচনা সভায় এ কথা জানান জলিল রহিমি জাহনাবাদি।
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে। তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা। আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের সুচারু বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে।
জলিল রহিমি জাহনাবাদি বলেন, বিদেশি স্যাটেলাইট দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করতে সমর্থ হয়েছে ইরান।


























