০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ না থাকায় লাখো দর্শক বিশ্বকাপ এড়িয়ে যাবেন: ইমরুল

  • আপডেট সময়: ০৩:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • 2

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার পর বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি ও জেসন গিলেস্পির মতো সাবেক তারকারা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস।

ইমরুলের মতে, আইসিসির দ্বৈত নীতির কারণেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। তিনি বলেন, আগে যেসব টুর্নামেন্টে ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করা হয়েছে, এবার সেখানে কেন ব্যতিক্রম হলো—এর স্পষ্ট উত্তর আইসিসির কাছেই থাকা উচিত।

এর আগে ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন হলেও ভারত তাদের ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। একইভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও ভারত খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। সেই ধারাবাহিকতায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল বিসিবি। তবে আইসিসি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলাই হচ্ছে না বাংলাদেশের।

আজ ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএসের একটি অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরুল। তিনি বলেন, ‘ডাবল স্ট্যান্ডার্ড না রেখে সব জায়গায় একই নিয়ম হওয়া উচিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে আশা করব আইসিসি বিষয়টি ভালোভাবে বিবেচনা করবে।’

ইমরুল আরও বলেন, ‘বাংলাদেশের খেলা থাকলে আমরা সব কাজ বাদ দিয়ে ম্যাচ দেখি। কিন্তু বাংলাদেশই যদি না খেলে, তাহলে বিশ্বকাপ দেখার আগ্রহও থাকবে না। আমার মতো লাখো দর্শক এই টুর্নামেন্ট এড়িয়ে যাবেন।’

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

বাংলাদেশ না থাকায় লাখো দর্শক বিশ্বকাপ এড়িয়ে যাবেন: ইমরুল

আপডেট সময়: ০৩:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার পর বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি ও জেসন গিলেস্পির মতো সাবেক তারকারা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস।

ইমরুলের মতে, আইসিসির দ্বৈত নীতির কারণেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। তিনি বলেন, আগে যেসব টুর্নামেন্টে ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করা হয়েছে, এবার সেখানে কেন ব্যতিক্রম হলো—এর স্পষ্ট উত্তর আইসিসির কাছেই থাকা উচিত।

এর আগে ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন হলেও ভারত তাদের ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। একইভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও ভারত খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। সেই ধারাবাহিকতায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল বিসিবি। তবে আইসিসি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলাই হচ্ছে না বাংলাদেশের।

আজ ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএসের একটি অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরুল। তিনি বলেন, ‘ডাবল স্ট্যান্ডার্ড না রেখে সব জায়গায় একই নিয়ম হওয়া উচিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে আশা করব আইসিসি বিষয়টি ভালোভাবে বিবেচনা করবে।’

ইমরুল আরও বলেন, ‘বাংলাদেশের খেলা থাকলে আমরা সব কাজ বাদ দিয়ে ম্যাচ দেখি। কিন্তু বাংলাদেশই যদি না খেলে, তাহলে বিশ্বকাপ দেখার আগ্রহও থাকবে না। আমার মতো লাখো দর্শক এই টুর্নামেন্ট এড়িয়ে যাবেন।’