১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

তিন মাসের ব্যবধানে আবারো শাটডাউনে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময়: ০২:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 2

তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে তিন মাসের ব্যবধানে আবারো সাময়িক সরকারি অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে ‍শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটির সরকারি কার্যক্রমের বড় একটি অংশ স্থগিত হয়ে গেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। যদিও শুক্রবার মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়। তবে সেটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন, যা সোমবারের আগে সম্ভব না।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, যে কোনো বিল দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্ন ও উচ্চ- উভয়পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দফতরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়। তবে আর্থিক বরাদ্দের বিলটি প্রেসিডেন্টে ট্রাম্পের দফতরে পাঠানোর সময়সীমা শেষ হয় গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অ্যালেক্স প্রিটি নামের এক মার্কিন নাগরিক। এ ইস্যুতে ব্যাপক উত্তাপ চলছে দেশটির সরকারি দল রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলের মধ্যে।


আরো পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরী ঘিরে মহড়া চালাবে ইরান


তবে চলতি সপ্তাহের মধ্যেই এ ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারবেন রিপাবলিক ও ডেমোক্রেটিক পার্টির এমপিরা এবং আগামী সপ্তাহের মধ্যে বিলটি পাস হয়ে ‘শাটডাউন’ পরিস্থিতি কেটে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, কোনো জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত বিভিন্ন খাতে যদি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুত বরাদ্দ আটকে যায়- তাহলে তাকে মার্কিন পরিভাষায় ‘শাটডাউন’ বলা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত ১৮ বার এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

সর্বশেষ ও ইতিহোসের দীর্ঘ শাটডাউন হয়েছিল গত বছর অক্টোবরে, যা স্থায়ী হয়েছিল ৪৩ দিন। এতে প্রায় ৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। এছাড়াও কর্মী সংকটের কারণে প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত ও ফ্লাইট বাতিল এবং চার কোটি ১০ লাখ নিম্ন আয়ের মার্কিনিদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে।

সূত্র: আনাদোলু

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার

তিন মাসের ব্যবধানে আবারো শাটডাউনে যুক্তরাষ্ট্র

আপডেট সময়: ০২:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে তিন মাসের ব্যবধানে আবারো সাময়িক সরকারি অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে ‍শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটির সরকারি কার্যক্রমের বড় একটি অংশ স্থগিত হয়ে গেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। যদিও শুক্রবার মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়। তবে সেটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন, যা সোমবারের আগে সম্ভব না।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, যে কোনো বিল দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্ন ও উচ্চ- উভয়পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দফতরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়। তবে আর্থিক বরাদ্দের বিলটি প্রেসিডেন্টে ট্রাম্পের দফতরে পাঠানোর সময়সীমা শেষ হয় গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অ্যালেক্স প্রিটি নামের এক মার্কিন নাগরিক। এ ইস্যুতে ব্যাপক উত্তাপ চলছে দেশটির সরকারি দল রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলের মধ্যে।


আরো পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরী ঘিরে মহড়া চালাবে ইরান


তবে চলতি সপ্তাহের মধ্যেই এ ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারবেন রিপাবলিক ও ডেমোক্রেটিক পার্টির এমপিরা এবং আগামী সপ্তাহের মধ্যে বিলটি পাস হয়ে ‘শাটডাউন’ পরিস্থিতি কেটে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, কোনো জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত বিভিন্ন খাতে যদি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুত বরাদ্দ আটকে যায়- তাহলে তাকে মার্কিন পরিভাষায় ‘শাটডাউন’ বলা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত ১৮ বার এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

সর্বশেষ ও ইতিহোসের দীর্ঘ শাটডাউন হয়েছিল গত বছর অক্টোবরে, যা স্থায়ী হয়েছিল ৪৩ দিন। এতে প্রায় ৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। এছাড়াও কর্মী সংকটের কারণে প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত ও ফ্লাইট বাতিল এবং চার কোটি ১০ লাখ নিম্ন আয়ের মার্কিনিদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে।

সূত্র: আনাদোলু