০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

‘দাগি’ সিনেমায় গাইলেন আফরান নিশো

  • আপডেট সময়: ০৩:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 139

অভিনয় দিয়ে অনেক বছর ধরেই দেশ-বিদেশের দর্শকদের নজর কাড়ছেন আফরান নিশো। এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা। গেয়ে ফেললেন গান।  ঈদে মুক্তি প্রতীক্ষিত নিজের ‘দাগি’  সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে গানটি প্রকাশ হয়েছে। গানটিতে কণ্ঠ দেয়ার প্রসঙ্গে নিশো বলেন, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল।গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়? অভিনেতা বলেন, খুবই এনজয় করেছি গানটি গাওয়ার সময়। নিধিকে (আরাফাত মহসীন নিধি) অনেক ধন্যবাদ। তবে গায়ক হিসেবে গানটি গাইনি, অনিয়মিত বা গায়ক না বা প্রথম গান করছে, এমন একজনের যে স্বাভাবিক ঢং, গানে সেটাই রাখার চেষ্টা করেছি। শ্রোতা দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো। গানটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

‘দাগি’ সিনেমায় গাইলেন আফরান নিশো

আপডেট সময়: ০৩:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

অভিনয় দিয়ে অনেক বছর ধরেই দেশ-বিদেশের দর্শকদের নজর কাড়ছেন আফরান নিশো। এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা। গেয়ে ফেললেন গান।  ঈদে মুক্তি প্রতীক্ষিত নিজের ‘দাগি’  সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে গানটি প্রকাশ হয়েছে। গানটিতে কণ্ঠ দেয়ার প্রসঙ্গে নিশো বলেন, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল।গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়? অভিনেতা বলেন, খুবই এনজয় করেছি গানটি গাওয়ার সময়। নিধিকে (আরাফাত মহসীন নিধি) অনেক ধন্যবাদ। তবে গায়ক হিসেবে গানটি গাইনি, অনিয়মিত বা গায়ক না বা প্রথম গান করছে, এমন একজনের যে স্বাভাবিক ঢং, গানে সেটাই রাখার চেষ্টা করেছি। শ্রোতা দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো। গানটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।