০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

  • আপডেট সময়: ০৬:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 49

মমতাজ বেগম। ছবি: সংগৃহীত


মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

মমতাজ বেগম লোকসংগীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরের দুইবারও নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

আপডেট সময়: ০৬:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

মমতাজ বেগম। ছবি: সংগৃহীত


মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

মমতাজ বেগম লোকসংগীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরের দুইবারও নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।