০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

  • আপডেট সময়: ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • 36

কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত


কে এম নুরুল হুদার পর এবার গ্রেফতার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছে ডিবি সূত্র।

সাবেক এই সিইসিকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে আগে থেকেই রয়েছেন আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদা। একই মামলায় গ্রেফতার দুই সাবেক সিইসিকে সোমবার আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

কাজী হাবিবুল আউয়াল ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আউয়াল কমিশন পুরোটাই পদত্যাগ করে। গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন।


আরো পড়ুন

সাবেক সিইসিকে যেভাবে সোপর্দ করা হয় পুলিশে


এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ধরে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। নুরুল হুদাকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মাথায় গ্রেফতার হলেন আরেক সিইসি।

এর আগে সকালে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ এনে বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সিইসিসহ সংশ্লিষ্টদের আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কর্মকর্তাদের আসামি করা হয়।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

আপডেট সময়: ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত


কে এম নুরুল হুদার পর এবার গ্রেফতার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছে ডিবি সূত্র।

সাবেক এই সিইসিকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে আগে থেকেই রয়েছেন আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদা। একই মামলায় গ্রেফতার দুই সাবেক সিইসিকে সোমবার আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

কাজী হাবিবুল আউয়াল ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আউয়াল কমিশন পুরোটাই পদত্যাগ করে। গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন।


আরো পড়ুন

সাবেক সিইসিকে যেভাবে সোপর্দ করা হয় পুলিশে


এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ধরে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। নুরুল হুদাকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মাথায় গ্রেফতার হলেন আরেক সিইসি।

এর আগে সকালে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ এনে বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সিইসিসহ সংশ্লিষ্টদের আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কর্মকর্তাদের আসামি করা হয়।