
প্রায় সাড়ে পাঁচ দশক আগে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন ঢালিউড অভিনেত্রী কবরী। তারপর একের পর এক ছবি দিয়ে জয় করতে থাকেন দর্শক হৃদয়, হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে। অভিনয় করেছেন রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো তারকাদের সঙ্গে।
কেউ কেউ রাজ্জাক- কবরীর জুটিকে উত্তম-সুচিত্রার সঙ্গেও তুলনা করতেন। পরবর্তীতে তাদের জুটি ভেঙে যায়। রাজ্জাক সে সময় শাবানার সঙ্গে জুটি বাঁধেন। আলমগীর ও ফারুককে বেচে নেন কবরী।
মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে কবরী জানান, রাজ্জাক শাবানার জুটিতে তিনি কষ্ট পেয়েছিলেন। কেন কষ্ট পেলেন সেটিও স্পষ্ট করেন করবী। অভিনেত্রীর ভাষ্য, ‘রাজ্জাক-শাবানার জুটি যদি স্বাভাবিক ভাবে হতো তাহলে আমি কিছু মনে করতাম না। কিন্তু তাদের জুটিতে একটা পলিটিক্স ছিল। এটি আমাকে কষ্ট দিয়েছে।’
রাজ্জাকের সঙ্গে শাবানা যে সিনেমাগুলো করেছেন সেগুলোতে শাবানার থেকে কবরী আরও বেশি ভালো করতেন বলেও মন্তব্য করেন।
২০২১ সালের ১৭ এপ্রিল পৃথিবী থেকে বিদায় নেন বরেণ্য এ অভিনেত্রী। ‘এই তুমি সেই তুমি’ ছবির অসম্পূর্ণ কাজ রেখে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যগা করেন কবরী।