০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

আয়ারল্যান্ডে ভারতীয় যুবককে গণধোলাই

  • আপডেট সময়: ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 13

এবার আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় যুবক! আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

স্থানীয় একদল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালায়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, এটা বর্ণবিদ্বেষের ঘটনা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়।

আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা।

আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার খেলার মাঠে কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। তাই তার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিয়েছেন তারা। যদিও সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ।

তাদের মতে, ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মারধরের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স পোস্টে তিনি লিখেছেন, আশা করব দোষীরা শাস্তি পাবে।

এই ঘটনার কথা স্বীকার করেছেন দেশটির মন্ত্রী জিম ও’ক্যালাগান। তিনি ঘটনার পূর্ণ তদন্তের কথা বলেছেন। একই সঙ্গে তিনি এ-ও স্বীকার করেছেন, আয়ারল্যান্ডে অভিবাসীদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনা ঘটছে, যা নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জিম।

মাত্র ৩ সপ্তাহ আগে ওই ভারতীয় যুবক আয়ারল্যান্ড যায়। সেখানে অ্যামাজনের কর্মী হিসেবে নিয়োগ পেয়ে ভারত থেকে আয়ারল্যান্ড যান তিনি।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

আয়ারল্যান্ডে ভারতীয় যুবককে গণধোলাই

আপডেট সময়: ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

এবার আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় যুবক! আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

স্থানীয় একদল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালায়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, এটা বর্ণবিদ্বেষের ঘটনা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়।

আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা।

আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার খেলার মাঠে কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। তাই তার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিয়েছেন তারা। যদিও সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ।

তাদের মতে, ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মারধরের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স পোস্টে তিনি লিখেছেন, আশা করব দোষীরা শাস্তি পাবে।

এই ঘটনার কথা স্বীকার করেছেন দেশটির মন্ত্রী জিম ও’ক্যালাগান। তিনি ঘটনার পূর্ণ তদন্তের কথা বলেছেন। একই সঙ্গে তিনি এ-ও স্বীকার করেছেন, আয়ারল্যান্ডে অভিবাসীদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনা ঘটছে, যা নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জিম।

মাত্র ৩ সপ্তাহ আগে ওই ভারতীয় যুবক আয়ারল্যান্ড যায়। সেখানে অ্যামাজনের কর্মী হিসেবে নিয়োগ পেয়ে ভারত থেকে আয়ারল্যান্ড যান তিনি।