০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ইরানের হুঁশিয়ারিতে গতিপথ বদলাল মার্কিন যুদ্ধজাহাজ

  • আপডেট সময়: ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 9

সংগৃহীত ছবি


ইরানি বাহিনী বুধবার ওমান উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে প্রতিহত করেছে এবং তেহরানের দাবি করা জলসীমা থেকে সরে যেতে সতর্ক করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক বৈরিতার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর এক মাস আগেই ২২ জুন ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ ইরানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউএসএস ফিটজজেরাল্ডের ওপর দিয়ে উড়ে যায়, যখন জাহাজটি ‘ইরানের তত্ত্বাবধানে থাকা জলসীমায় ঢোকার চেষ্টা করছিল’।

তারা আরো জানিয়েছে, ওই সময় মার্কিন যুদ্ধজাহাজও পাল্টা হুমকি দিয়েছিল, তবে ‘ইরানি পাইলট আবারও সতর্কবার্তা উচ্চারণ করেন, যাতে তারা ইরানি জলসীমা থেকে দূরে থাকে’। পরে মার্কিন যুদ্ধজাহাজটি ‘পিছু হটে’ ও নিজের গতিপথ পরিবর্তন করে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।


https://twitter.com/i/status/1948033360141430824


ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের জানালা থেকে একটি যুদ্ধজাহাজকে দেখা যাচ্ছে, যেখানে পাইলট জাহাজটিকে ‘পথ পরিবর্তনের’ আহ্বান জানিয়ে বলছেন, যেন তারা ইরানের আঞ্চলিক জলসীমার দিকে না আসে।

ইরানি বাহিনী এর আগেও দেশটির দক্ষিণ উপকূলঘেঁষা জলসীমা, যেমন ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের বাহিনীর মুখোমুখি হয়েছে বা তাদের বাধা দিয়েছে। ২০২৩ সালে ইরান দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় পানির ওপরে উঠতে বাধ্য করেছে। যদিও ওয়াশিংটন ওই দাবি অস্বীকার করেছিল।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ইরানের হুঁশিয়ারিতে গতিপথ বদলাল মার্কিন যুদ্ধজাহাজ

আপডেট সময়: ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সংগৃহীত ছবি


ইরানি বাহিনী বুধবার ওমান উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে প্রতিহত করেছে এবং তেহরানের দাবি করা জলসীমা থেকে সরে যেতে সতর্ক করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক বৈরিতার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর এক মাস আগেই ২২ জুন ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ ইরানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউএসএস ফিটজজেরাল্ডের ওপর দিয়ে উড়ে যায়, যখন জাহাজটি ‘ইরানের তত্ত্বাবধানে থাকা জলসীমায় ঢোকার চেষ্টা করছিল’।

তারা আরো জানিয়েছে, ওই সময় মার্কিন যুদ্ধজাহাজও পাল্টা হুমকি দিয়েছিল, তবে ‘ইরানি পাইলট আবারও সতর্কবার্তা উচ্চারণ করেন, যাতে তারা ইরানি জলসীমা থেকে দূরে থাকে’। পরে মার্কিন যুদ্ধজাহাজটি ‘পিছু হটে’ ও নিজের গতিপথ পরিবর্তন করে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।


https://twitter.com/i/status/1948033360141430824


ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের জানালা থেকে একটি যুদ্ধজাহাজকে দেখা যাচ্ছে, যেখানে পাইলট জাহাজটিকে ‘পথ পরিবর্তনের’ আহ্বান জানিয়ে বলছেন, যেন তারা ইরানের আঞ্চলিক জলসীমার দিকে না আসে।

ইরানি বাহিনী এর আগেও দেশটির দক্ষিণ উপকূলঘেঁষা জলসীমা, যেমন ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের বাহিনীর মুখোমুখি হয়েছে বা তাদের বাধা দিয়েছে। ২০২৩ সালে ইরান দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় পানির ওপরে উঠতে বাধ্য করেছে। যদিও ওয়াশিংটন ওই দাবি অস্বীকার করেছিল।