
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের দক্ষিণী রাজ্য কর্নাটকের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। প্রজ্জ্বল ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি এবং বর্তমানে দেশটির ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচডি কুমারস্বামীর ভাগ্নে।
শনিবার (০২ আগস্ট) বিচারক সন্তোষ গজানন ভাটের সভাপতিত্বে গঠিত সাংসদ-বিধায়কদের জন্য বিশেষ আদালত এই রায় দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ লাখ রুপি জরিমানাও করেছেন আদালত।
এরআগে শুক্রবার (০১ আগস্ট) ৪৮ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩৪ বছর বয়সী রেভান্নাকে দোষী সাব্যস্ত করা হয়।