০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

শাহরুখ পাচ্ছেন জাতীয় পুরস্কার, ইনস্টাগ্রামে যা লিখলেন প্রিয়াঙ্কা 

  • আপডেট সময়: ০১:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 182

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের কথা কারও অজানা না। শোনা যায় কিং খানের সঙ্গে পরকীয়ার খেসারত হিসেবে বি-টাউনে কোণঠাসা হয়ে পড়েছিলেন পিগি চপস। যদিও আজকাল হলিউডে সরব বিচরণ তার। এদিকে কিং খানের হাতে উঠতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ খবর যখন চাউর তখন সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো!’ সঙ্গে নিজের ছবির পাশাপাশি জুড়ে দিয়েছেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার ছবি। তাই দেখে গুঞ্জন শুরু। অনেকের প্রশ্ন, শাহরুখের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ছড়িয়ে পড়তেই কেন এমন পোস্ট দিলেন অভিনেত্রী? কারও কারও উত্তর, শাহরুখের পুরস্কারপ্রাপ্তিতে গা জ্বলছে প্রিয়ঙ্কার।

অনেকের মতে, অমিতাভের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা রটতেই অনেক তাবড় তারকাদের বিরাগভাজন হতে হয়েছিল রেখাকে। প্রেমের নামে হতে হয়েছিল কলঙ্কের ভাগীদার। তবে শত কুৎসা, সমালোচনা পেরিয়ে নিজের শর্তে চলা রেখা আজও একইভাবে সিনেদুনিয়ায় সমুজ্জ্বল। ঠিক যেমন প্রিয়াঙ্কা বলিউডে কোণঠাসা হওয়ার পর হলিউডে হইহই করে কাজ করছেন। আসলে এই পোস্টের মাধ্যমেই দেশি গার্ল বুঝিয়ে দিয়েছেন, তিনি আপোস করার পাত্রী নন। সেকারণেই লিখেছেন- ‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো।’

 

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

শাহরুখ পাচ্ছেন জাতীয় পুরস্কার, ইনস্টাগ্রামে যা লিখলেন প্রিয়াঙ্কা 

আপডেট সময়: ০১:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের কথা কারও অজানা না। শোনা যায় কিং খানের সঙ্গে পরকীয়ার খেসারত হিসেবে বি-টাউনে কোণঠাসা হয়ে পড়েছিলেন পিগি চপস। যদিও আজকাল হলিউডে সরব বিচরণ তার। এদিকে কিং খানের হাতে উঠতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ খবর যখন চাউর তখন সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো!’ সঙ্গে নিজের ছবির পাশাপাশি জুড়ে দিয়েছেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার ছবি। তাই দেখে গুঞ্জন শুরু। অনেকের প্রশ্ন, শাহরুখের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ছড়িয়ে পড়তেই কেন এমন পোস্ট দিলেন অভিনেত্রী? কারও কারও উত্তর, শাহরুখের পুরস্কারপ্রাপ্তিতে গা জ্বলছে প্রিয়ঙ্কার।

অনেকের মতে, অমিতাভের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা রটতেই অনেক তাবড় তারকাদের বিরাগভাজন হতে হয়েছিল রেখাকে। প্রেমের নামে হতে হয়েছিল কলঙ্কের ভাগীদার। তবে শত কুৎসা, সমালোচনা পেরিয়ে নিজের শর্তে চলা রেখা আজও একইভাবে সিনেদুনিয়ায় সমুজ্জ্বল। ঠিক যেমন প্রিয়াঙ্কা বলিউডে কোণঠাসা হওয়ার পর হলিউডে হইহই করে কাজ করছেন। আসলে এই পোস্টের মাধ্যমেই দেশি গার্ল বুঝিয়ে দিয়েছেন, তিনি আপোস করার পাত্রী নন। সেকারণেই লিখেছেন- ‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো।’