
শাহবাগে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
রাজধানীর শাহবাগে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই এ কার্যক্রম চলছে।
এদিন সকালে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনেকেই হাতে ব্যানার ও ব্যাজ ধারণ করে অংশ নেন এই আয়োজনে।
শাহবাগে আসা মাসুদ সেলিম বলেন, ‘জুলাইয়ের শহীদরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাদের আত্মত্যাগ আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে।’
শ্রদ্ধা জানাতে আসা তরুণ বয়সি মাইনুল বলেন, ‘আমি আমার পরিবারসহ এখানে এসেছি। এটা আমাদের দায়িত্ব, শহীদদের স্মরণ করা এবং তাদের আদর্শে দেশ গড়ার চেষ্টা করা।’
স্মৃতিস্তম্ভ চত্বর ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, পাশাপাশি রয়েছে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল।