০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

প্রেমের বিয়ে না টেকায় ট্রেনের নিচে ঝাঁপ 

  • আপডেট সময়: ১২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 86

কুষ্টিয়ার খাজানগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম হোসেন(১৭) নামের এক কিশোর।

বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, মাত্র ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিল সিয়াম । তবে পারিবারিক অসম্মতি ও সম্পর্কের টানাপোড়েনে গতকাল তাদের বিচ্ছেদ ঘটে। ঘটনার একদিন পরই এই মর্মান্তিক আত্মহত্যা ঘটনা ঘটে।

নিহত সিয়াম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাজায়, সিয়াম কিশোর বয়সী। বয়সের অপ্রাপ্ততা সত্ত্বেও তারা প্রেমের সম্পর্ক করে  বিয়ে করেন। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় সিয়ামের মধ্যে হতাশা কাজ করছিলো। এই নিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হলে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

প্রেমের বিয়ে না টেকায় ট্রেনের নিচে ঝাঁপ 

আপডেট সময়: ১২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

কুষ্টিয়ার খাজানগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম হোসেন(১৭) নামের এক কিশোর।

বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, মাত্র ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিল সিয়াম । তবে পারিবারিক অসম্মতি ও সম্পর্কের টানাপোড়েনে গতকাল তাদের বিচ্ছেদ ঘটে। ঘটনার একদিন পরই এই মর্মান্তিক আত্মহত্যা ঘটনা ঘটে।

নিহত সিয়াম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাজায়, সিয়াম কিশোর বয়সী। বয়সের অপ্রাপ্ততা সত্ত্বেও তারা প্রেমের সম্পর্ক করে  বিয়ে করেন। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় সিয়ামের মধ্যে হতাশা কাজ করছিলো। এই নিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হলে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।