০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও যেভাবে হয়ে উঠেছিলেন ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’

  • আপডেট সময়: ০৬:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 42

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও শর্টভিডিও-তে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বিচারসভা দেখেননি, এমন মানুষ কমই রয়েছেন। যারা তার নাম জানেন না, তারাও তার মুখ দেখলে বলে দিতে পারেন, ইনিই সেই বিচারক, যার এজলাসে আইনি পথেও মানবিকতার নিদর্শন দেখা যায়। সহানুভূতিশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গীর জন্য ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত সেই ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যাপ্রিওর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘নিজের সহানুভূতি, নম্রতা, মানুষের ভেতরে ভালো স্বত্ত্বা রয়েছে— এমন বিশ্বাসের প্রতি অটল থাকার জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে ওঠা বিচারক ক্যাপ্রিও আজ পৃথিবী, বন্ধু-আত্মীয়-স্বজন এবং তার প্রিয় আদালতকক্ষ থেকে অনন্তলোকে যাত্রা করেছেন। আন্তরিকতা, দয়ালু এবং সহজ-সাবলীল ব্যবহারের জন্য সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

ফ্র্যাংক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালতকক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। তার এজলাসে ধারণ করা ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠানে তার রসবোধ ও মমত্ববোধ ফুটে উঠত।

আদালতের নানা রায় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি, যা মুহুর্তেই ভাইরাল হয়ে যেত। সাধারণ মানুষকে ন্যায় দেওয়া সহজ ও সরল রায়, রসিকতা মিশ্রিত ব্যবহার, সবই অভিযুক্তকেও মুগ্ধ করত। ভিডিওগুলোতে দেখা যেত ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন ক্যাপ্রিও। এরকম কয়েকশ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশিবার দেখা হয়েছে।

শুধু আদালতের ভিডিও নয়, টিকটক ও ইনস্টাগ্রামে তিনি মজার ভিডিও পোস্ট করতেন, যেখানে কখনও কখনও ভাইরাল ভিডিওগুলিকেই বিচারকের আসনে বসে রায় শোনাতেন। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছিল ৩২ লাখেরও বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রোভিডেন্স’ নামের একটি রিয়েলিটি শো শুরু করেন ফ্র্যাংক ক্যাপ্রিও। ওই শো-ই তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দিয়েছিল। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল তার ওই অনুষ্ঠান যে সেটি রীতিমতো বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন টেলিভিশন অনুষ্ঠান পুরস্কার ডে-টাইম অ্যামি এওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিল।

 

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও যেভাবে হয়ে উঠেছিলেন ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’

আপডেট সময়: ০৬:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও শর্টভিডিও-তে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বিচারসভা দেখেননি, এমন মানুষ কমই রয়েছেন। যারা তার নাম জানেন না, তারাও তার মুখ দেখলে বলে দিতে পারেন, ইনিই সেই বিচারক, যার এজলাসে আইনি পথেও মানবিকতার নিদর্শন দেখা যায়। সহানুভূতিশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গীর জন্য ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত সেই ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যাপ্রিওর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘নিজের সহানুভূতি, নম্রতা, মানুষের ভেতরে ভালো স্বত্ত্বা রয়েছে— এমন বিশ্বাসের প্রতি অটল থাকার জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে ওঠা বিচারক ক্যাপ্রিও আজ পৃথিবী, বন্ধু-আত্মীয়-স্বজন এবং তার প্রিয় আদালতকক্ষ থেকে অনন্তলোকে যাত্রা করেছেন। আন্তরিকতা, দয়ালু এবং সহজ-সাবলীল ব্যবহারের জন্য সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

ফ্র্যাংক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালতকক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। তার এজলাসে ধারণ করা ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠানে তার রসবোধ ও মমত্ববোধ ফুটে উঠত।

আদালতের নানা রায় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি, যা মুহুর্তেই ভাইরাল হয়ে যেত। সাধারণ মানুষকে ন্যায় দেওয়া সহজ ও সরল রায়, রসিকতা মিশ্রিত ব্যবহার, সবই অভিযুক্তকেও মুগ্ধ করত। ভিডিওগুলোতে দেখা যেত ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন ক্যাপ্রিও। এরকম কয়েকশ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশিবার দেখা হয়েছে।

শুধু আদালতের ভিডিও নয়, টিকটক ও ইনস্টাগ্রামে তিনি মজার ভিডিও পোস্ট করতেন, যেখানে কখনও কখনও ভাইরাল ভিডিওগুলিকেই বিচারকের আসনে বসে রায় শোনাতেন। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছিল ৩২ লাখেরও বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রোভিডেন্স’ নামের একটি রিয়েলিটি শো শুরু করেন ফ্র্যাংক ক্যাপ্রিও। ওই শো-ই তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দিয়েছিল। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল তার ওই অনুষ্ঠান যে সেটি রীতিমতো বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন টেলিভিশন অনুষ্ঠান পুরস্কার ডে-টাইম অ্যামি এওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিল।