
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে। ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই সম্মেলন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সূত্র জানিয়েছে, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো প্রাধান্য পাবে, তার মধ্যে রয়েছে—সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ।
এ ছাড়া ভারত থেকে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, আন্তর্জাতিক সীমানার ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ, সীমান্ত নদীর তীর রক্ষা ও পানির ন্যায্য হিস্যার দাবি, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমনে করণীয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গতকাল শনিবার বিকেলে বলেন, সম্মেলনে যোগ দিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। ২৮ আগস্ট পর্যন্ত চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনের শেষ দিনে বিজিবি ও বিএসএফ প্রধান যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
উল্লেখ্য, শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধিদল।
























