
অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি বাসস্টপে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও ১২ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্যারামেডিক ও পুলিশ।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে জেরুজালেমের উত্তর শহরতলীর রামত জংশনে একটি বাসস্টপে দুইজন ‘সন্ত্রাসী’ গুলি করতে শুরু করে। পরে একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক নাগরিক তাদের দিকে পাল্টা গুলি করে তাদের হত্যা করতে সক্ষম হয়।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, গুলিতে ছয়জন নিহত হয়েছেন যার মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ রয়েছেন। এছাড়া আরও তিনজন তরুণ রয়েছেন যাদের বয়স ৩০ এর কাছাকাছি। এছাড়াও ৫০ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। যে ১২ জন আহত হয়েছেন, তাদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনের অবস্থা গুরুতর।
পুলিশ আরও জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অতি-ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় নেতানিয়াহু বলেন, ‘আমরা বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধে আছি। আমি নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানাতে চাই। সন্ত্রাসীরা যে গ্রামগুলো থেকে এসেছিল সেগুলো ঘেরাও করা হচ্ছে।’
এদিকে কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি, যদিও ফিলিস্তিনি স্বাথীনতাকামী সংগঠন হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এ হামলার প্রশংসা করেছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, ‘এই গুলিবর্ষণ দখলদারদের অপরাধ এবং আমাদের জনগণের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি একটি স্পষ্ট বার্তা পাঠায় যে গাজা শহর দখল ও ধ্বংস এবং আল-আকসা মসজিদ অপবিত্র করার ইসরায়েলিদের অবশ্যই শাস্তি পেতে হবে।’
একই সঙ্গে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অধিকৃত অঞ্চলে আরও সশস্ত্র হামলার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী শত্রুর চলমান অপরাধের একটি স্বাভাবিক এবং বৈধ প্রতিক্রিয়া ছিল এই গুলিবর্ষণ।
সূত্র: আলজাজিরা, বিবিসি























