
প্রথম ছবিতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত একজনের মরদেহ রিকশায় করে নেওয়া হচ্ছে, দ্বিতীয় ছবিতে পুলিশের গুলির সামনে বুক পেতে দিচ্ছেন প্রথম শহীদ আবু সাঈদ। ছবি- সংগৃহীত
ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে যেসব সূত্রে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে, জুলাই অভ্যুত্থান অধিদফতর তা পুনরায় যাচাই-বাছাই করছে। কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের বাদ দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ইতোমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার তালিকায় যেসব ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের নাম যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে।
























