১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

গাড়ির ইঞ্জিনের নষ্ট তেলই যার প্রতিদিনের খাবার

  • আপডেট সময়: ০৪:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 49

ছবিতে গাড়ির ইঞ্জিনের নষ্ট তেলের বোতলে চুমুক দিচ্ছেন ভারতীয় যুবক অয়েল কুমার। ছবি-সংগৃহীত


পেট ভরতে আমরা প্রতিদিন কত কিছুই না খাই। ভাত, মাছ, মাংস, রুটি, সবজি আরও কত কী। তাতে শরীরে পুষ্টি মেলে, রোগ-ব্যাধি থাকে দূরে। কিন্তু কোনো মানুষ যদি খাবারের ধারেকাছে না গিয়ে গাড়ির ইঞ্জিনের নষ্ট তেল খেয়েই দিনের পর দিন কাটিয়ে দেয়?

হ্যা, বিষয়টা তাজ্জবের মনে হলেও এমনই এক মানুষের সন্ধ্যান মিলেছে ভারতে। দেশটির কর্ণাটকের শিবমোগ্গার ৩৯ বছর বয়সি এক যুবক শুধু গাড়ির ইঞ্জিনের নষ্ট তেল খেয়েই বহু বছর ধরে জীবনযাপন করছেন। যার কারণে তার নামই হয়ে গেছে ‘অয়েল কুমার’।

স্বাস্থ্য বিজ্ঞানের স্বাভাবিক বিধি-নিয়মকেই ওলটপাল করে দিয়েছেন এই ভারতীয় যুবক। তার দাবি, গাড়ির ইঞ্জিনের তেল আর চা ছাড়া তিনি কোনো খাবারই খান না। এসব খেয়ে তিনি কীভাবে বেঁচে আছেন, তা ভেবে কূল পাচ্ছেন না ডাক্তাররাও।

প্রতিদিন ৭-৮ লিটার তেল খান অয়েল কুমার

ভাইরাল এই যুবকের দাবি, কোনো খাবার ছাড়াই তিনি বেঁচে আছেন। গাড়ির মতোই তার একমাত্র খাদ্য ৭ থেকে ৮ লিটার ইঞ্জিন তেল। তবে মাঝেমধ্যে মানুষের দেখাদেখি চায়ের কাপেও চুমুক দেন। ব্যস ওই পর্যন্তই। এতেই নাকি তার খোরাকি চলে।

যুবকের এও দাবি, প্রতিদিন লিটার লিটার তেল খেয়েও তিনি দিব্যি সুস্থ আছেন। তার শরীরে কোনো মেদ নেই। কিন্তু কীভাবে সম্ভব? তার কথায়, ‘ভগবান আয়াপ্পার কৃপায় সবকিছু সম্ভব হয়েছে।’

খাবার দিলেও খেতে চান না অয়েল কুমার

কর্ণাটকে সাধুর মতো জীবনযাপনে অভ্যস্ত ওই যুবক। প্রতিদিন ৭-৮ লিটার বর্জ্য ইঞ্জিন তেল তার চাই-ই চাই। বেশি তেল খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এটা সবাই জানে। তারপর যদি সেটা হয় গাড়ির তেল।

কিন্তু অয়েল কুমারকে এখনো পর্যন্ত একবারের জন্য হাসপাতালে যেতে হয়নি। যেতে হয়নি কোনো ডাক্তারের কাছেও। তার দাবি, তিনি যথেষ্ট স্বাস্থ্যকর জীবনযাপন করছেন।

সম্প্রতি ভাইরাল হয়েছে এই যুবকের একটি ভিডিও। @ধাধষধশশরথঢ়ধাধষধশশ নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইলের মালিক ভিডিওটি করেছেন। তিনিও অয়েল কুমারকে কিছু খাবার দিতে চেয়েছিলেন, কিন্তু লাভ হয়নি।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

গাড়ির ইঞ্জিনের নষ্ট তেলই যার প্রতিদিনের খাবার

আপডেট সময়: ০৪:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ছবিতে গাড়ির ইঞ্জিনের নষ্ট তেলের বোতলে চুমুক দিচ্ছেন ভারতীয় যুবক অয়েল কুমার। ছবি-সংগৃহীত


পেট ভরতে আমরা প্রতিদিন কত কিছুই না খাই। ভাত, মাছ, মাংস, রুটি, সবজি আরও কত কী। তাতে শরীরে পুষ্টি মেলে, রোগ-ব্যাধি থাকে দূরে। কিন্তু কোনো মানুষ যদি খাবারের ধারেকাছে না গিয়ে গাড়ির ইঞ্জিনের নষ্ট তেল খেয়েই দিনের পর দিন কাটিয়ে দেয়?

হ্যা, বিষয়টা তাজ্জবের মনে হলেও এমনই এক মানুষের সন্ধ্যান মিলেছে ভারতে। দেশটির কর্ণাটকের শিবমোগ্গার ৩৯ বছর বয়সি এক যুবক শুধু গাড়ির ইঞ্জিনের নষ্ট তেল খেয়েই বহু বছর ধরে জীবনযাপন করছেন। যার কারণে তার নামই হয়ে গেছে ‘অয়েল কুমার’।

স্বাস্থ্য বিজ্ঞানের স্বাভাবিক বিধি-নিয়মকেই ওলটপাল করে দিয়েছেন এই ভারতীয় যুবক। তার দাবি, গাড়ির ইঞ্জিনের তেল আর চা ছাড়া তিনি কোনো খাবারই খান না। এসব খেয়ে তিনি কীভাবে বেঁচে আছেন, তা ভেবে কূল পাচ্ছেন না ডাক্তাররাও।

প্রতিদিন ৭-৮ লিটার তেল খান অয়েল কুমার

ভাইরাল এই যুবকের দাবি, কোনো খাবার ছাড়াই তিনি বেঁচে আছেন। গাড়ির মতোই তার একমাত্র খাদ্য ৭ থেকে ৮ লিটার ইঞ্জিন তেল। তবে মাঝেমধ্যে মানুষের দেখাদেখি চায়ের কাপেও চুমুক দেন। ব্যস ওই পর্যন্তই। এতেই নাকি তার খোরাকি চলে।

যুবকের এও দাবি, প্রতিদিন লিটার লিটার তেল খেয়েও তিনি দিব্যি সুস্থ আছেন। তার শরীরে কোনো মেদ নেই। কিন্তু কীভাবে সম্ভব? তার কথায়, ‘ভগবান আয়াপ্পার কৃপায় সবকিছু সম্ভব হয়েছে।’

খাবার দিলেও খেতে চান না অয়েল কুমার

কর্ণাটকে সাধুর মতো জীবনযাপনে অভ্যস্ত ওই যুবক। প্রতিদিন ৭-৮ লিটার বর্জ্য ইঞ্জিন তেল তার চাই-ই চাই। বেশি তেল খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এটা সবাই জানে। তারপর যদি সেটা হয় গাড়ির তেল।

কিন্তু অয়েল কুমারকে এখনো পর্যন্ত একবারের জন্য হাসপাতালে যেতে হয়নি। যেতে হয়নি কোনো ডাক্তারের কাছেও। তার দাবি, তিনি যথেষ্ট স্বাস্থ্যকর জীবনযাপন করছেন।

সম্প্রতি ভাইরাল হয়েছে এই যুবকের একটি ভিডিও। @ধাধষধশশরথঢ়ধাধষধশশ নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইলের মালিক ভিডিওটি করেছেন। তিনিও অয়েল কুমারকে কিছু খাবার দিতে চেয়েছিলেন, কিন্তু লাভ হয়নি।