
ড. আবু হেনা মোস্তফা কামাল
ড. আবু হেনা মোস্তফা কামাল ছিলেন একাধারে উপস্থাপক, গবেষক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সৃজনশীল মানুষ হিসেবে তাঁর বিচরণ ছিল সাহিত্যের সকল শাখায়। তাঁর লেখা গান-কবিতা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন গবেষণা দেশের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১৯৩৬ সালের ১৩ মার্চ তৎকালীন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরৌহা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫২ সালে পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৪ সালে ঢাকা কলেজ থেকে আই.এ পাস করেন।
১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে হতে অনার্স পরীক্ষায় ফাস্ট ক্লাস ফাস্ট পেয়ে উত্তীর্ণ হন। ১৯৫৭ সালে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এক বছর পিছিয়ে পড়েন।
‘আবু হেনা মোস্তফা কামালের স্বাতন্ত্র্যবোধ আজও বিশ্বজুড়ে সমাদৃত’
শিক্ষা জীবন শেষ করে শুরু হয় আসল জীবন। কর্ম জীবনে প্রবেশের আগেই অবহেলার শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রণীতে অনার্স-মাস্টার্স শেষ করেও নিজের বিভাগে চাকরি জোটেনি। কলেজের শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন। অধ্যাপক পদমর্যাদায় উত্তীর্ণ হলে তবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পান।
দেশস্বাধীনের পর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জায়গা হয়েছিল আবু হেনার। অপরাধ, ১৯৭১-র স্বাধীনতা যুদ্ধ ও মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছিলেন। অবশ্য সেই ভুল ভেঙেছিল দ্রুতই।
ছাত্রাবস্থা থেকে সংস্কৃতিক অঙ্গনে সুনাম অর্জন করেন। মোহাম্মদ মাহফুজউল্লাহ সহযোগে আবু হেনা ১৯৫৪ সালে ‘পূর্ব বাংলার কবিতা’ নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। তরুণ বয়সে সফল লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। আবু বকর খানের গাওয়া বিখ্যাত গান ‘সেই চম্পা নদীর তীরে’-এর গীতিকার আবু হেনা।
১৯৬৬ সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে উচ্চতর গবেষণার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান। এ বিশ্ববিদ্যালয় থেকে ‘The Bengali Press and Literary Writing 1818-1831’ শীর্ষক গবেষণাপত্র রচনা করে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৮৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ১৯৮৬ সালে বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন। ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভুষিত হন।
আবু হেনার লেখা কাব্য ‘আপন যৌবন বৈরী’ (১৯৭৪) ‘যেহেতু জন্মান্ধ’ (১৯৮৪) ‘আক্রান্ত গজল’ (১৯৮৮)। ‘তুমি যে আমার কবিতা’, ‘অনেক বৃষ্টি ঝরে’, ‘নদীর মাঝি বলে’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’, ‘এই বাংলার হিজল তমালে’র মত অনন্য সৃষ্টি রয়েছে আবু হেনা মোস্তফা কামালের।
১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন আবু হেনা মোস্তফা কামাল। আজ তার ৩৬তম মৃত্যু বার্ষিকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।























