
এশিয়া কাপের সুপার ফোরের লড়াই জমে ওঠেছে বেশ। কার্যত চার দলের সামনেই এখনও ফাইনালে যাওয়ার পথ খোলা আছে। তাই সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেওয়ায় বাংলাদেশের সামনেও ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। এর আগে অবশ্য টাইগাররা পেয়েছে এক দুঃসংবাদ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে অধিনায়ক লিটন দাস আজ খেলতে পারবেন কি না তা নিয়ে এখনো সংশয় আছে।
আইসিসির একাডেমি মাঠে পরশু অনুশীলনের শুরুতে লিটনকে বেশ হাসিখুশিই ছিলেন। তবে ব্যাটিং অনুশীলনের সময় পাজরে চোট পান তিনি। এরপর তিনি ব্যাট করেননি। এদিকে গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল না।
এদিকে জানা গেছে, লিটনের ব্যাপারে এখনও নিশ্চিত নয় টিম ম্যানেজম্যান্ট। লিটনের ব্যাপারে তাই আরেকটু অপেক্ষা করতে চাইছে বাংলাদেশ দল।
ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ৬টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে। টিম ম্যানেজমেন্টের সূত্র মতে হালকা ব্যাথা আছে লিটনের। শেষ পর্যন্ত যদি তিনি না খেলেন তাহলে তার বদলে জাকের আলী অনিক অধিনায়কত্ব করতে পারেন বলে দলের সূত্রে জানা গেছে।


























