০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মুক্তি পেল অ্যাভাটারের নতুন সিনেমার ট্রেলার (ভিডিও)

  • আপডেট সময়: ১২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 40

অ্যাশ অ্যান্ড ফায়ারে’র ট্রেলার মুক্তি পেয়েছে।  ছবি: সংগৃহীত


বিশ্বজুড়ে সাড়াজাগানো সিনেমা অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির নতুন সিকুয়েল ‘অ্যাশ অ্যান্ড ফায়ারে’র ট্রেলার মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার সোশ্যল মিডিয়া ও ইউটিউবে মুক্তি দেওয়া হয় জেমস ক্যামেরনের এই সিনেমার ট্রেলার।

এর আগে চলতি বছর ২৫ জুলাই মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। এবার মুক্তি পেল পূর্ণাঙ্গ ট্রেলার। চলতি বছরই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

ট্রেলার মুক্তির পরপরই তা সব মাধ্যমে ঝড় তোলে। চোখ ধাধানো সিজিআই ও গ্রাফিক্স ছিল ট্রেলারে। আগের কিস্তির চরিত্রগুলোকেও দেখা যায় এবারের ঝলকেও।

নতুন ট্রেইলারে আবারও দর্শককে ফিরিয়ে নেয়া হয়েছে প্যান্ডোরার জগতে। কারণ এবার লড়াইটা শুধুই টিকে থাকার জন্য নয়, বরং নিজেদের অস্তিত্বের জন্যও। ট্রেইলারে দেখা যায়, আগের চেনা মুখেরা ফিরে এসেছে আরও বিপজ্জনক এক যুদ্ধে অংশ নিতে। জেক সুলি ও নায়তিরি তাদের পরিবার নিয়ে নতুন করে মুখোমুখি হচ্ছে বড় বিপদের। তাদের সন্তান কিরি ও লোয়াকেও দেখা গেছে লড়াইয়ে নামতে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

মুক্তি পেল অ্যাভাটারের নতুন সিনেমার ট্রেলার (ভিডিও)

আপডেট সময়: ১২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

অ্যাশ অ্যান্ড ফায়ারে’র ট্রেলার মুক্তি পেয়েছে।  ছবি: সংগৃহীত


বিশ্বজুড়ে সাড়াজাগানো সিনেমা অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির নতুন সিকুয়েল ‘অ্যাশ অ্যান্ড ফায়ারে’র ট্রেলার মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার সোশ্যল মিডিয়া ও ইউটিউবে মুক্তি দেওয়া হয় জেমস ক্যামেরনের এই সিনেমার ট্রেলার।

এর আগে চলতি বছর ২৫ জুলাই মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। এবার মুক্তি পেল পূর্ণাঙ্গ ট্রেলার। চলতি বছরই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

ট্রেলার মুক্তির পরপরই তা সব মাধ্যমে ঝড় তোলে। চোখ ধাধানো সিজিআই ও গ্রাফিক্স ছিল ট্রেলারে। আগের কিস্তির চরিত্রগুলোকেও দেখা যায় এবারের ঝলকেও।

নতুন ট্রেইলারে আবারও দর্শককে ফিরিয়ে নেয়া হয়েছে প্যান্ডোরার জগতে। কারণ এবার লড়াইটা শুধুই টিকে থাকার জন্য নয়, বরং নিজেদের অস্তিত্বের জন্যও। ট্রেইলারে দেখা যায়, আগের চেনা মুখেরা ফিরে এসেছে আরও বিপজ্জনক এক যুদ্ধে অংশ নিতে। জেক সুলি ও নায়তিরি তাদের পরিবার নিয়ে নতুন করে মুখোমুখি হচ্ছে বড় বিপদের। তাদের সন্তান কিরি ও লোয়াকেও দেখা গেছে লড়াইয়ে নামতে।