
কথাশিল্পী ও সংগীতশিল্পী হাসান জাহিদের আজ জন্মদিন। হাসান জাহিদ আশির দশকের একজন গল্পকার। আশির দশক থেকে তিনি বাংলা সাহিত্যে অবদান রেখে আসছেন।
তার জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৬৫ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কানাডার টরোন্টো শহরের স্থায়ী বাসিন্দা এবং সেখানে সাংবাদিকতা ও কালচার অ্যান্ড হেরিটেজ বিষয়ে গ্র্যাজুয়েট। হাসান জাহিদ পরিবেশ ও জলবায়ু বিষয়ে বেশ কিছু আলোচিত গ্রন্থের লেখক এবং তিনি ইকো-ক্যনেডা স্বীকৃত পরিবেশ বিশেষজ্ঞ।

হাসান জাহিদ পরিবেশ ও জলবায়ু বিষয়ে কয়েকটি আলোচিত গ্রন্থের প্রণেতা। ঢাকা, কলকাতা ও টরোন্টোর পত্রপত্রিকায় লিখছেন। তিনি ইকো-ক্যানেডা স্বীকৃত পরিবেশ বিশেষজ্ঞ ।
হাসান জাহিদের গল্প এবং বাংলা/ইংরেজিতে প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকায়, সাপ্তাহিক পত্রিকা/সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
কণ্ঠশিল্পী হিসেবেও হাসান জাহিদের পরিচিতি ও শ্রোতাপ্রিয়তা রয়েছে। এছাড়া তার রচিত গল্প ও পাণ্ডুলিপি অবলম্বনে নির্মিত টিভিনাটক সম্প্রচারিত হয়েছে। কথাসাহিত্যে দেশ পুরস্কার, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি ২০২২ পুরস্কার এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সম্মাননা লাভ করেন। তিনি কথাশিল্পী, পরিবেশবিদ ও সংগীতশিলী হিসেবে ‘জয়যাত্রা-২০২৩’ পুরস্কার লাভ করেন ।
২০২৪ সালে তিনি সাহিত্য ও সংগীতে অবদানের জন্য ঢাকা সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০২৫ সালে সাহিত্য ও সংগীতে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি জাতীয় গ্রন্থ থেকে সম্মাননা ও সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার লাভ করেন।
তার কর্মজীবন শুরু হয় কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কন্সট্রাকশন লি. এ নির্বাহী কর্মকর্তা হিসেবে। পরে তিনি সেই চাকরিতে ইস্তফা দিয়ে দি নিউ নেশন পত্রিকায় সাব এডিটর হিসেবে যোগ দিয়ে পরে শিফট ইন চার্জের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি পরিবেশ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং প্রথম শ্রেণির বাংলা/ইংরেজি পত্রিকায় পরিবেশ বিষয়ে লেখা প্রকাশ করেন।
একইসাথে তিনি কিংবদন্তি কন্ঠশিল্পী বশির আহমেদ-এর কাছে ক্লাসিক্যাল সংগীতে শিক্ষা গ্রহণ করেন।
দি নিউ নেশন পত্রিকা ছেড়ে তিনি সরকারের পরিবেশ অধিদপ্তরে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে যোগ দেন। এই সময় তিনি দি ডেইলি স্টার সহ প্রথম শ্রেণির বাংলা/ইংরেজি পত্রিকায় লিখতে থাকেন। তিনি স্টার উইকএন্ড ম্যাগাজিনে প্রবন্ধ প্রকাশ করেন।
তার প্রথম গল্প প্রকাশিত হয় আশির দশকের শেষে দৈনিক ইত্তেফাকের সাহিত্য পাতায়। এরপর একে একে প্রায় সব দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় গল্প ও সাহিত্য সমালোচনা প্রকাশ করেন।
দশকওয়ারী বিভাজনে তিনি আশির দশকের গল্পকার। সেই দশকের অন্যান্য গল্পকারদের নিয়ে তিনি জাদুবাস্তবতা বিষয়ে নিরলসভাবে কাজ করে যান।
ঢাবিতে পড়াকালিন তিনি বাংলাদেশ অবজারভার-এর ‘ইয়ং অবজারভার’এ নিয়মিত লিখতেন সাহিত্য বিষয়ে এবং বিটিভিতে পার্টটাইম সহকারি প্রযোজক হিসেবে কিছুদিন কাজ করেন।
আশির দশকের প্রতিনিধিত্বকারী গল্পকার হিসেবে হাসান জাহিদের নাম উঠে আসে বিভিন্ন লিটল ম্যাগ, পত্রিকায় ও গবেষণাধর্মী লেখায়।

তিনি পরিবেশে চাকরির সুবাদে বেশ ক’টি দেশে জলবায়ু ও পরিবেশ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। পরে তিনি সরকারি চাকরি ছেড়ে ‘আওয়ার টাইম’ নামের একটি ইংরেজি পত্রিকায় ডেপুটি এডিটর হিসেবে কাজ করেন
বর্তমানে হাসান জাহিদ ক্যানেডার টরোন্টো শহরের স্থায়ী বাসিন্দা ও সেই দেশের নাগরিক। ক্যানেডায় তিনি কালচার অ্যান্ড হেরিটেজ বিষয়ে গ্রাজুয়েট। ক্যানেডা জার্নালে তার পরিচিতি প্রকাশিত হয়েছে: https://en.c-j.ca/hasan-zahid/
হাসান জাহিদ পরিবেশ ও জলবায়ু বিষয়ে কয়েকটি আলোচিত গ্রন্থের প্রণেতা। ঢাকা, কলকাতা ও টরোন্টোর পত্রপত্রিকায় লিখছেন। তিনি ইকো-ক্যানেডা স্বীকৃত পরিবেশ বিশেষজ্ঞ।
তার রচিত গল্প ও পাণ্ডুলিপি অবলম্বনে রচিত টিভিনাটক সম্প্রচারিত হয়েছে। এছাড়া তার গল্প বিভিন্ন সময়ে প্রথমশ্রেণির দৈনিকে ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছে।
প্রথম গল্পগ্রন্থ: প্রত্নপ্রাচীন দেবী।
হাসান জাহিদ পরিবেশ ও জলবায়ু, উপন্যাস. অনুবাদগ্রন্থ ও গল্পগ্রন্থের রচয়িতা। তিনি একান্তভাবেই প্রচারবিমুখ ও বিনয়ী একজন লেখক।
পুরস্কার: কথাসাহিত্যে দেশ পুরস্কার, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি ২০২২ পুরস্কার এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সম্মাননা লাভ করেন তিনি। এছাড়াও তিনি কথাশিল্পী, পরিবেশবিদ ও সংগীতশিল্পী হিসেবে জয়যাত্রা পুরস্কার-২০২৩ লাভ করেন। ২০২৪ সালে তিনি কথাশিল্পী ও কন্ঠশিল্পী হিসেবে জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কার লাভ করেন। ২০২৫ সালে তিনি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-২০২৪ পুরস্কার পেয়েছেন।
তিনি জাতীয় সাহিত্য পরিষদের আজীবন উপদেষ্টা।
হাসান জাহিদের উল্লেখযোগ্য কাজের বিবরণ:
উপন্যাস:
২০২৪ সালে প্রকাশিত হয় তার উপন্যাস ‘ভাইরাস অর্নিথোকেইরাস।’ উপন্যাসটি প্যান্ডেমিক বিষয়ে রচিত, আর রচনার সময়কাল তিনবছর। এই উপন্যাসের প্রি-পাবলিকেশন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয়।
উপন্যাসের পটভূমি বাংলাদেশ, ক্যানেডা ও অ্যামেরিকা–এই তিন দেশকে আবর্তিত করে রচিত, যাকে এক ধরনের লিটারেরি হাইব্রিডিটি বলা যায়।
https://www.rokomari.com/book/389683/virus-ornithokeirous
উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
‘প্রেয়সী ও গোলাপের কাঁটা’ ২০১৯ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত সর্বাধিক পঠিত গল্পগ্রন্থ। বইটি প্রকাশ করে ‘বাংলাপ্রকাশ।’
https://www.rokomari.com/book/184242/preyosee-o-golaper-kata
অনুবাদ গ্রন্থ: ট্রেন টু ইন্ডিয়া: অন্য এক বাংলার স্মৃতি
২০১৮ সালে বাংলা প্রকাশ হাসান জাহিদ অনূদিত এই অনুবাদ গ্রন্থটি প্রকাশ করে অমর একুশে বইমেলায়। বইটি কয়েকবারই বেস্টসেলিংএ উঠে আসে। বইটি ইংরেজিতে প্রকাশিত হয় পেঙ্গুইন থেকে। লেখক বাংলাদেশেরই সন্তান মলয় কৃষ্ণ ধর। ১৯৪৭ সালে দেশবিভাগের পূর্ববর্তী ও পরবর্তী অনেক অজানা কাহিনি ও তথ্য পরিবেশিত হয়। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও পাশর্বর্তী অঞ্চল নিয়ে মলয় কৃষ্ণ ধর অনেক রোমাঞ্চকর, ভয়াল ও ভীতিকর অভিজ্ঞতা বর্ণনা করেন অনেকটা স্মৃতিচারণ ও আত্মজীবনী ঢংয়ে। একসময় তিনি অনেকটা বাধ্য হয়েই তৎকালিন পূর্ব পাকিস্তান ত্যাগ করে ভারতে পাড়ি দেন।
হাসান জাহিদ অনূদিত এই বইটির কথা প্রকাশ করেছে অ্যামাজনের www.goodreads.com
https://www.goodreads.com/book/show/53769812?from_search=true&from_srp=true&qid=MfBeCdKjtU&rank=1
পেশায় পরিবেশবিদ হাসান জাহিদ ক্যানেডার টরোন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’এ ‘বালুকা বেলা’ শিরোনামে নিয়মিত কলাম লিখছেন।
হাসান জাহিদ, বঙ্গ-পিডিয়া: বঙ্গ-Pedia – হাসান জাহিদ ( hasan zahid )
ইউটিউবে Singer Hasan Zahid নামে তিনি নিয়মিত তার গাওয়া গান আপলোড করছেন। একেকটি গানে স্বল্পসময়ে তার ৩৮ কে পর্যন্ত ভিউজ রয়েছে। অনেক আগে থেকেই তিনি বইমেলায় নানা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত, সাহিত্য ও জলবায়ু বিষয়ে সাক্ষাৎকার দেন।
-দোলন চাঁপা, সহকারি সম্পাদক, উত্তরাধুনিক



























